
Directorio
Descubre nuevas personas, crear nuevas conexiones y hacer nuevos amigos
-
Please log in to like, share and comment!
-
-
আপনি যদি ডিজিটাল কাজ, কনটেন্ট তৈরি, ডিজাইন, মার্কেটিং বা লেখালেখি করেন—তাহলে এই ৫০টি ফ্রি AI টুল আপনার কাজকে এক কথায় “বিস্ময়করভাবে সহজ” করে তুলবে!
চলুন দেখে নেওয়া যাক, কোন টুলগুলো আপনার সময় বাঁচিয়ে দক্ষতাকে বাড়িয়ে দিতে পারে:
টুলের তালিকা (বাংলায় ক্রমিক নম্বর সহ):
১) ChatGPT – প্রশ্ন-উত্তর, ব্লগ লেখা, কোডিং সহায়তা ইত্যাদির জন্য অল-রাউন্ডার।
২) Canva AI – ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ও প্রেজেন্টেশন তৈরিতে সহজ সমাধান।
৩) Pictory – লেখাকে অটো ভিডিওতে রূপান্তর করে।
৪) Copy.ai – বিজ্ঞাপন ও কপি রাইটিংয়ের জন্য অসাধারণ।
৫) Jasper – ব্লগ, মার্কেটিং ইমেইল, পণ্য বিবরণ লেখায় সহায়ক।
৬) Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭) Quillbot – যেকোনো লেখা প্যারাফ্রেজ ও রি-রাইট করে।
৮) Synthesia – ভার্চুয়াল AI বক্তা দিয়ে ভিডিও তৈরি করে।
৯) Looka – সহজে লোগো ও ব্র্যান্ডিং তৈরি করতে সাহায্য করে।
১০) Remove.bg – এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।
১১) Leonardo AI – চমৎকার কল্পনামূলক ডিজাইন তৈরি করে।
১২) Durable – মাত্র কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে দেয়।
১৩) SlidesAI – লেখাকে অটো স্লাইডে রূপান্তর করে।
১৪) Runway ML – AI দিয়ে ভিডিও এডিট ও ভিজ্যুয়াল এফেক্ট যোগ করে।
১৫) Tome – ইন্টার্যাকটিভ ও স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬) Notion AI – নোট, টাস্ক ও লেখালেখিতে সাহায্য করে।
১৭) Krisp – কলের সময় ব্যাকগ্রাউন্ড আওয়াজ দূর করে।
১৮) Cleanup.pictures – ছবির অবাঞ্চিত বস্তু মুছে ফেলে।
১৯) Replika – AI ভার্চুয়াল বন্ধু বা কথোপকথনের সঙ্গী।
২০) Soundraw – AI দিয়ে ইউনিক মিউজিক বানায়।
২১) Beatoven – ভিডিও ও পডকাস্টের জন্য সঙ্গীত তৈরি করে।
২২) Voicemod – ভয়েস চেঞ্জ ও ইফেক্টের জন্য উপযুক্ত।
২৩) Lumen5 – লেখাকে আকর্ষণীয় ভিডিওতে রূপান্তর করে।
২৪) Descript – টেক্সট দিয়ে ভিডিও সম্পাদনা করে।
২৫) Kaiber – AI দিয়ে অসাধারণ অ্যানিমেটেড ভিডিও বানায়।
২৬) AutoDraw – হ্যান্ড-ড্রইংকে নিখুঁত আইকনে পরিণত করে।
২৭) ElevenLabs – খুবই রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করে।
২৮) Heygen – AI ফেস ও ভয়েস দিয়ে ভিডিও তৈরির টুল।
২৯) Writesonic – কনটেন্ট ও বিজ্ঞাপন লেখা সহজ করে।
৩০) Play.ht – লেখা থেকে ভয়েস তৈরি করে শুনতে দেয়।
৩১) Papercup – ভিডিও কনটেন্টকে অন্য ভাষায় ডাব করে।
৩২) AI Dungeon – ইন্টার্যাকটিভ গল্প লেখায় ব্যবহৃত হয়।
৩৩) TTSMaker – লেখাকে অডিও ফরম্যাটে রূপ দেয়।
৩৪) Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ফেলে সুন্দর ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫) Designs.ai – লোগো, ভিডিও ও মার্কেটিং উপকরণ তৈরি করে।
৩৬) Midjourney – ইমেজ তৈরি করে লেখা অনুযায়ী।
৩৭) TinyWow – ফ্রি পিডিএফ ও ফাইল টুলের বিশাল কালেকশন।
৩৮) ChatPDF – PDF ফাইল পড়ে উত্তর দেয় ও সারাংশ দেয়।
৩৯) Scalenut – SEO-বেইজড কনটেন্ট পরিকল্পনা করে।
৪০) INK – AI রাইটিং ও SEO একসাথে ম্যানেজ করে।
৪১) DeepL Translator – প্রোফেশনাল ট্রান্সলেশনের জন্য বিখ্যাত।
৪২) OpenArt – কাস্টম ইমেজ ও ডিজিটাল আর্ট তৈরি করে।
৪৩) NameSnack – AI দিয়ে ব্যবসার জন্য নাম সাজেস্ট করে।
৪৪) Tidio – ওয়েবসাইটের জন্য স্মার্ট চ্যাটবট তৈরি করে।
৪৫) FormX.ai – স্ক্যান করা ডেটা থেকে তথ্য বের করে।
৪৬) Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরির জন্য বেস্ট টুল।
৪৭) Zyro AI Writer – ওয়েবসাইট কনটেন্ট সহজে লিখে দেয়।
৪৮) Hugging Face – হাজারো AI টুল ও NLP মডেল হোস্ট করে।
৪৯) Adobe Firefly – ডিজাইন ও আর্ট তৈরিতে অ্যাডোবির নিজস্ব AI।
৫০) Illustroke – লেখা থেকে SVG ফরম্যাটে ইলাস্ট্রেশন বানায়।
এই ফ্রি AI টুলগুলো শুধু সময় বাঁচাবে না, বরং আপনার কাজের মান ও গতি বহুগুণে বাড়িয়ে দেবে। ডিজাইনার, কনটেন্ট রাইটার, মার্কেটার বা স্টুডেন্ট—সবাইয়ের জন্যই এগুলো একবার না একবার কাজে লাগবেই।
এইরকম আরও তথ্যবহুল পোস্ট পেতে আমাদের পেজে লাইক ও শেয়ার করতে ভুলবেন না!আপনি যদি ডিজিটাল কাজ, কনটেন্ট তৈরি, ডিজাইন, মার্কেটিং বা লেখালেখি করেন—তাহলে এই ৫০টি ফ্রি AI টুল আপনার কাজকে এক কথায় “বিস্ময়করভাবে সহজ” করে তুলবে! চলুন দেখে নেওয়া যাক, কোন টুলগুলো আপনার সময় বাঁচিয়ে দক্ষতাকে বাড়িয়ে দিতে পারে: টুলের তালিকা (বাংলায় ক্রমিক নম্বর সহ): ১) ChatGPT – প্রশ্ন-উত্তর, ব্লগ লেখা, কোডিং সহায়তা ইত্যাদির জন্য অল-রাউন্ডার। ২) Canva AI – ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ও প্রেজেন্টেশন তৈরিতে সহজ সমাধান। ৩) Pictory – লেখাকে অটো ভিডিওতে রূপান্তর করে। ৪) Copy.ai – বিজ্ঞাপন ও কপি রাইটিংয়ের জন্য অসাধারণ। ৫) Jasper – ব্লগ, মার্কেটিং ইমেইল, পণ্য বিবরণ লেখায় সহায়ক। ৬) Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে। ৭) Quillbot – যেকোনো লেখা প্যারাফ্রেজ ও রি-রাইট করে। ৮) Synthesia – ভার্চুয়াল AI বক্তা দিয়ে ভিডিও তৈরি করে। ৯) Looka – সহজে লোগো ও ব্র্যান্ডিং তৈরি করতে সাহায্য করে। ১০) Remove.bg – এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। ১১) Leonardo AI – চমৎকার কল্পনামূলক ডিজাইন তৈরি করে। ১২) Durable – মাত্র কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে দেয়। ১৩) SlidesAI – লেখাকে অটো স্লাইডে রূপান্তর করে। ১৪) Runway ML – AI দিয়ে ভিডিও এডিট ও ভিজ্যুয়াল এফেক্ট যোগ করে। ১৫) Tome – ইন্টার্যাকটিভ ও স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে। ১৬) Notion AI – নোট, টাস্ক ও লেখালেখিতে সাহায্য করে। ১৭) Krisp – কলের সময় ব্যাকগ্রাউন্ড আওয়াজ দূর করে। ১৮) Cleanup.pictures – ছবির অবাঞ্চিত বস্তু মুছে ফেলে। ১৯) Replika – AI ভার্চুয়াল বন্ধু বা কথোপকথনের সঙ্গী। ২০) Soundraw – AI দিয়ে ইউনিক মিউজিক বানায়। ২১) Beatoven – ভিডিও ও পডকাস্টের জন্য সঙ্গীত তৈরি করে। ২২) Voicemod – ভয়েস চেঞ্জ ও ইফেক্টের জন্য উপযুক্ত। ২৩) Lumen5 – লেখাকে আকর্ষণীয় ভিডিওতে রূপান্তর করে। ২৪) Descript – টেক্সট দিয়ে ভিডিও সম্পাদনা করে। ২৫) Kaiber – AI দিয়ে অসাধারণ অ্যানিমেটেড ভিডিও বানায়। ২৬) AutoDraw – হ্যান্ড-ড্রইংকে নিখুঁত আইকনে পরিণত করে। ২৭) ElevenLabs – খুবই রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করে। ২৮) Heygen – AI ফেস ও ভয়েস দিয়ে ভিডিও তৈরির টুল। ২৯) Writesonic – কনটেন্ট ও বিজ্ঞাপন লেখা সহজ করে। ৩০) Play.ht – লেখা থেকে ভয়েস তৈরি করে শুনতে দেয়। ৩১) Papercup – ভিডিও কনটেন্টকে অন্য ভাষায় ডাব করে। ৩২) AI Dungeon – ইন্টার্যাকটিভ গল্প লেখায় ব্যবহৃত হয়। ৩৩) TTSMaker – লেখাকে অডিও ফরম্যাটে রূপ দেয়। ৩৪) Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ফেলে সুন্দর ব্যাকগ্রাউন্ড দেয়। ৩৫) Designs.ai – লোগো, ভিডিও ও মার্কেটিং উপকরণ তৈরি করে। ৩৬) Midjourney – ইমেজ তৈরি করে লেখা অনুযায়ী। ৩৭) TinyWow – ফ্রি পিডিএফ ও ফাইল টুলের বিশাল কালেকশন। ৩৮) ChatPDF – PDF ফাইল পড়ে উত্তর দেয় ও সারাংশ দেয়। ৩৯) Scalenut – SEO-বেইজড কনটেন্ট পরিকল্পনা করে। ৪০) INK – AI রাইটিং ও SEO একসাথে ম্যানেজ করে। ৪১) DeepL Translator – প্রোফেশনাল ট্রান্সলেশনের জন্য বিখ্যাত। ৪২) OpenArt – কাস্টম ইমেজ ও ডিজিটাল আর্ট তৈরি করে। ৪৩) NameSnack – AI দিয়ে ব্যবসার জন্য নাম সাজেস্ট করে। ৪৪) Tidio – ওয়েবসাইটের জন্য স্মার্ট চ্যাটবট তৈরি করে। ৪৫) FormX.ai – স্ক্যান করা ডেটা থেকে তথ্য বের করে। ৪৬) Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরির জন্য বেস্ট টুল। ৪৭) Zyro AI Writer – ওয়েবসাইট কনটেন্ট সহজে লিখে দেয়। ৪৮) Hugging Face – হাজারো AI টুল ও NLP মডেল হোস্ট করে। ৪৯) Adobe Firefly – ডিজাইন ও আর্ট তৈরিতে অ্যাডোবির নিজস্ব AI। ৫০) Illustroke – লেখা থেকে SVG ফরম্যাটে ইলাস্ট্রেশন বানায়। এই ফ্রি AI টুলগুলো শুধু সময় বাঁচাবে না, বরং আপনার কাজের মান ও গতি বহুগুণে বাড়িয়ে দেবে। ডিজাইনার, কনটেন্ট রাইটার, মার্কেটার বা স্টুডেন্ট—সবাইয়ের জন্যই এগুলো একবার না একবার কাজে লাগবেই। এইরকম আরও তথ্যবহুল পোস্ট পেতে আমাদের পেজে লাইক ও শেয়ার করতে ভুলবেন না! -
পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যাংক।পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যাংক।
-
-
-
-
-
-